এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 539
5381. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
- ক্যাম্বিয়ামের কার্যকারিতা হ্রাস পায়
- ক্যালাস সৃষ্টি হয়
- ক্ষতস্থান পূরণ হয়
B,C
5382. উদ্ভিদ জীবনে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক গুরুত্বপূর্ণ কেন?
- জীবনচক্র সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য
- প্রজনন সুষ্ঠূভাবে সম্পন্নের জন্য
- ফলের পরিপক্কতার জন্য
- দৈহিক বৃদ্ধির জন্য
5383. পনস কোথায় থাকে?
- সেরিবেলামের উপরে
- সেরিব্রাম ও করোটির মাঝখানে
- মেডুলা অবলংগাটা ও মধ্যমস্তিষ্কের মাঝখানে
- হাইপোথ্যালামাসের উপরে
5384. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়-
- ইথিলিন
- অক্সিন
- জিবেরেলিন
B,C
5385. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন কী কাজে লাগে?
- শ্বসনে
- এন্টিবডি গঠনে
- বিপাকে
- জনন গ্রন্থির বৃদ্ধিতে
5386. মানুষ মাদকাসক্ত হয়-
- কৌতূহলবশত ও সহজ আনন্দ লাভের জন্য
- পরিবারে এর ব্যবহার ও সহজলভ্যতায়বেকারত্ব
- হতাশা ও অভাবের কারণে”;}}
A,B,C
5387. প্রাকৃতি প্রধান হরমোনগুলি হলো-
- অক্সিন
- জিবেরেলিন
- ইথিলিন
A,B,C
5388. বাহ্যিক পরিবেশের উদ্দীপক কোনটি?
- আলো
- তাপ বায়ু মাটি পানি
- Co2
- মাটিপানি
5389. সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফতী অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে কী বলে?
- সুষুম্নাস্নায়ু
- সুষুম্নাকান্ড
- মস্তিষ্ক
- করোটি
5390. খাটো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও কী হয়?
- খাটো
- মোটা
- অধিক লম্বা
- সরু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 539"