এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 538
5371. গাইড জনন অঙ্গগুলো নিঃসৃত হরমোন-
- প্রাণীর জনন চক্র ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
- পুরুষ প্রাণীতে টেস্টস্টেরন হরমোন উৎপাদন করে
- স্ত্রী প্রাণীতে ইস্ট্রোজেন হরমোন উৎপনন ঘটায়
A,B,C
5372. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভেতরে প্রবাহিত করে-
- রক্ত
- রক্তরস
- স্নায়ু কলা
- হরমোন
5373. কোষ বিভাজনের সময় কোষের সাইটোকাইনেসিস ঘটায় কোনটি?
- অক্সিন
- জিবেরেলিন
- সাইটোকাইনন
- অ্যাবসিসিক অ্যাসিড
5374. এডরেনাল গ্রন্থি হলো-
- কিডনির ওপর অবস্থিত
- এডরেনালিন হরমোন নিঃসরণকারী
- কঠিন মানসিক চাপ পরিত্রাণকারী
A,B,C
5375. অ্যাক্সনের চারদিকে পাতলা আবরণটি কী?
- পনস
- মেননজেস
- নিউরিলেমা
- নিলস
5376. সেরিব্রামের ভিতরের স্তরে থাকে-
- স্নায়ুতন্তু
- স্নায়ুতন্তুর রং কালো
- স্নায়ুতন্তুর রং সাদা
A,C
5377. ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটোহরমোনটি?
- ইথিলিন
- জিবেরেলিন
- অক্সিন
- সাইটোকাইনিন
5378. প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো-
- অ্যাক্সন
- সিন্যাপস
- নিউরন
5379. সেরিবেলাম কোথায় অবস্থিত?
- পনসের পৃষ্ঠীয় দেশে
- মধ্য মস্তিষ্কের অগ্রভাগে
- পনসের অঙ্কীয়দেশে
- অগ্রমস্তিষ্কে
5380. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরিচালনা করে-
- পেশির সঞ্চালনঅন্ত্র
- পাকস্থলীর কাজপাকস্থলী
- অগ্ন্যাশয়ের কাজ”;}}
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 538"