এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 535
5341. নালিবিহীন গ্রন্থি রস কী?
- হরমোন
- এনজাইম
- অগ্ন্যাশয় রস
- পিত্তরস
5342. তুমি বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করবে-
- অক্সিন
- জিবেরেলিন
- সাইটোকাইনিন
A,B
5343. কোনটিকে মৃগী রোগ বলা হয়?
- প্যারালাইসিস
- পারকিনসন
- এনসেফলাইটিস
- এপিলেপসি
5344. কিসের কারণে প্রাণী তার কার্যকলাপ বা আচরণের পরিবর্তন করে থাকে?
- এনজাইম
- হরমোন
- প্রোটিন
- লসিকা
5345. পনসের পৃষ্ঠীয় দেশে অবস্থিত খন্ডাংশটি কী?
- মেনেনজেস
- সেরিবেলাম
- সেরিব্রাল
- মেডুলা
5346. উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে-
- আলো ও উষ্ণতার প্রভাব লক্ষণীয়
- অক্সিন হরমোন অত্যন্ত জরুরি
- অ্যাবাসিসিক এসিড অত্যন্ত জরুরি
A,B
5347. কান্ডের আলোর দিকে চলনকে কী বলে?
- নেগেটিভ ফটোট্রপিজম
- পজিটিভ ফটোট্রাপিজম
- নেগেটিভ জিওট্রপিজম
- পজিটিভ জিওট্রপিজম
5348. অ্যাক্সনের মূল অক্ষের আবরণীটির নাম কী?
- মায়োলিন
- পনস
- অ্যাক্সলেমা
- মেনিনজেস
5349. কর্টেক্সের রং কিরূপ?
- লাল
- ধূসর
- হলুদ
- সাদা
5350. ফল গঠনে কোন হরমোন ব্যবহৃত হয়?
- জিবেরেলিন
- অক্সিন
- ভার্নালিন
- ইথিলিন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 535"