এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1553
15521. কোন দ্রবণে pH এর মান ৭ এর বেশি হলে লিটমাস পেপার কি বর্ণ ধারণ করে?
- নীল
- লাল
- হলুদ
- বর্ণহীন
15522. ‘রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকারক’- ধারণাটি-
- সঠিক
- যুক্তিযুক্ত
- ভ্রান্ত
- কোনোটিই নয়
15523. টুথপেস্ট কী জাতীয় পদার্থ?
- ক্ষার জাতীয়
- এসিড জাতীয়
- লবণ জাতীয়
- পানি জাতীয়
15524. কাচ পরিস্কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
- NH3
- NaOH
- CaO
- H2SO4
15525. ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্প জ্বালানির জন্য কী করা গুরুত্বপূর্ণ?
- অনুসন্ধান ও ব্যবহার
- গবেষণা ও ব্যবহার
- অনুসন্ধান ও গবেষণা
- গবেষণা ও পরীক্ষণ
15526. ক্ষার সমূহ-
- তিক্ত স্বাদবিশিষ্ট
- পিচ্ছিল
- ক্ষয়কারক
A,B,C
15527. তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
- সাবান
- এসিড
- চুন
- চুনাপাথর
15528. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের রাসায়নিক পরিবর্তন-
- তাপ
- চাপ
- অণুজীব
- সবগুলো
15529. স্বর্ণ, রৌপ্য, সিসা- এসব কী থেকে আহরণ করাহ য়?
- কূপ থেকে
- সমুদ্র থেকে
- খনিজ থেকে
- পাহাড় থেকে
15530. পদার্থ বিজ্ঞান রসায়নের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
- হিসাব-নিকাশ
- তত্ত্বীয় জ্ঞানার্জন
- পরমাণুর গঠন
- মূলনীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-9 - এসএসসি-রসায়ন-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1553"