এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1530
15291. শ্বসন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?
- শক্তি
- CO2
- H2O
- সবকয়টি
15292. স্টার্চ ও চিনি বিশ্লেষিত হয়ে পরিণত হয়-
- গ্লুকোজ ও সুক্রোজে
- গ্লুকোজ ও ফ্রুক্টোজ
- সুক্রোজ ও ফ্রুক্টোজ
- কেবল ফ্রুক্টোজে
15293. CH3-CH2-OH যৌগটি-
- ইথানল
- তরল
- পানিতে দ্রবণীয়
A,B,C
15294. ধাতুসমূহের দহনে উৎপন্ন হয়-
- পানি
- CO2
- ধাতুর অক্সাইডH2O
- CO”;}}
15295. ঘরের ছাউনির টেউটিনকে মরিচার হাত থেকে রক্ষার জন্য-
- জিংকের প্রলেপ দেওয়া হয়
- রঙের প্রলেপ দেওয়া হয়
- সালফারের প্রলেপ দেওয়া হয়
- সংকর ধাতু ব্যবহার করা হয়
15296. অধঃক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম কী?
- প্রশমন বিক্রিয়া
- দ্রবণ বিক্রিয়া
- সাধারণ বিক্রিয়া
- দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া
15297. লোহার মরিচা পড়া-
- একটি দ্রুত গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
- একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
- লোহার ক্ষয় করে
B,C
15298. পদার্থের গলনাঙ্ক,স্ফুটনাঙ্ক কোন ধর্ম?
- ভৌত
- রাসায়নিক
- তাপীয়
- গ্যাসীয়
15299. রাসায়নিক সাম্যাবস্থার পৌঁছাতে পারে কোন বিক্রিয়া?
- একমুখী
- উভমুখী বিক্রিয়া
- সম্মুখ বিক্রিয়া
- পশ্চাৎ বিক্রিয়া
15300. লোহা কোনটির সংস্পর্শে আসলে বাদামী আস্তরণ দেখা যায়?
- অম্ল
- ক্ষার
- অম্ল ও ক্ষার
- বাতাস ও জলীয় বাষ্প
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-7 - এসএসসি-রসায়ন-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1530"