এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1501
15001. কোন যৌগের স্ফটিক কেলাস রয়েছে?
- Na1
- AI2O3
- CH4
- NH3
15002. HCIO4 এর ক্ষেত্রে-
- ক্লোরিনের জারণ সংখ্যা-২
- ক্ষারকত্ব ১
- অক্সিজেনের শতকরা পরিমাপ ৬৩.৬৮%
B,C
15003. তৃতীয় স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা ১৮ হওয়া সত্ত্বে ৪র্থ স্তরের ১ম উপস্তর পূর্ণ করে-
- পটাসিয়াম
- ক্যালিসিয়াম
- ম্যাগনেসিয়াম
15004. পর্যায় সারণির শূণ্য বিদ্যমান মৌলসমূহ-
- এক পরমাণুক
- যৌগ গঠনে খুব সক্রিয় ভূমিকা পালন করে
- হিলিয়াম ছাড়া বাকি নিস্ক্রিয় গ্যাসের বহিঃস্থ শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে
A,C
15005. কোন দুটি গ্রুপের মৌলের মধ্যে আয়নিক গঠিত হয়?
- গ্রুপ ১ ও ১৭
- গ্রুপ ২ ও ১৬
- গ্রুপ ২ ও ১৭
- সবগুলো
15006. নিচের কোন মৌলটি ইলেকট্রন বর্জন করে দ্বৈত বিন্যাস লাভ করে?
- L1
- Na
- O
- F
15007. সমযোজী যৌগ সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
- সাধারণত সমযোজী যৌগের বিক্রিয়ার গতি ধীর
- আয়নিক যৌগে দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক প্রদান করে
- আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় নয়
A,B
15008. সমযোজী যৌগের অপোলার দ্রাবকে দ্রবীভূত হওয়ার মূল কারণ কোনটি?
- নিউক্লিয়ার আকর্ষণ বল
- আন্তঃপারমাণবিক আকর্ষণ বল
- পোলারিটি সৃষ্টি
- ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল
15009. যে শক্তির বলে অণুতে পরমাণুসহ আবদ্ধ থাকে তাকে বলে-
- যোজ্যতা
- অষ্টক
- বন্ধন
- আয়ন
15010. কোনটি ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত হয়?
- আয়নিক বন্ধন
- সমযোজী বন্ধন
- সন্নিবেশ বন্ধন
- ধাতব বন্ধন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1501"