এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1476
14751. অ্যাকটিনাইড বর্গে কয়টি করে মৌল বিদ্যমান?
- ১৪ টি
- ১৫ টি
- ১৮ টি
- ৩০ টি
14752. কোনটি উপধাতু?
- পারদ
- বোরন
- জিংক
- কপার
14753. প্রস্তরময় অর্থ কী?
- শক্ত মাটি
- এঁটেল মাটি
- কাঁটাময়
- দোআঁশ মাটি
14754. প্রায় একই ধর্ম বিশিষ্ট মৌল হচ্ছে-
- সোডিয়াম
- পটাসিয়াম
- ম্যাগনেসিয়াম
A,B
14755. কোন মৌলের পারমাণবিক সংখ্যা ৩৬ হলে পর্যায় সারণিতে তার অবস্থান-
- ৫ম পর্যায় সর্ব বামে
- ৪র্থ পর্যায়ে শূণ্য শ্রেণিতে
- ৪র্থ পর্যায়ে সর্ব ডানে
B,C
14756. কোনটি পর্যায়বৃত্ত ধর্ম?
- যোজনী
- অম্বলত্ব
- দ্রবনীয়তা
- ক্ষারত্ব
14757. পর্যায় সারণিতে আর্গন-পটাসিয়াম, আয়োডিন-টেলুরিয়ামের অবস্থানগত জটিলতা দূর হয় কোনটির আবিষ্কারের ফলে?
- ভর সংখ্যা
- পারমাণবিক সংখ্যা
- ইলেকট্রন বিন্যাস
- আইসোটোপ
14758. নিচের কোনটি মুদ্রা ধাতু?
- বুবিডিয়াম
- সিলভার
- আয়রন
- অ্যালুমিনিয়াম
14759. নিস্ক্রিয় গ্যাস সাধারণত-
- দ্বি-পরমাণুক
- ত্রি-পরমাণুক
- এক পরমাণুক
- এক-দ্বি-পরমাণুক
14760. ক্লোরিন এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্ষার ধাতু থেকে-
- অনেক কম
- অনেক বেশি
- একই
- সামান্য কম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
এসএসসি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1477
0 responses on "এসএসসি-রসায়ন-4 - এসএসসি-রসায়ন-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1476"