এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1463
14621. ভর সংখ্যার ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়?
- আইসোমার
- আইসোবার
- আইসোটোপ
- আইসোটোন
14622. কোন কণিকাটি তড়িৎ নিরপেক্ষ?
- প্রোটন
- নিউট্রন
- ইলেকট্রন
- আয়ন
14623. কোনো মৌলের পারমাণবিক ভর সংখ্যা 12 হলে
- প্রোটন সংখ্যা 6+ নিউট্রন সংখ্যা 6
- পারমাণবিক সংখ্যা 6+ নিউট্রন সংখ্যা 6
- প্রোটন সংখ্যা 9+ নিউট্রন সংখ্যা 3
A,B
14624. নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন-
- নিউট্রনের সমষ্টি হলো নিউক্লিয়ন সংখ্যা
- সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা
- নিউট্রনের ভরকে বলে পারমাণবিক ভর
B,C
14625. Ununbiun এর প্রতীক কী?
- Ulun
- Unn
- Unb
- Uub
14626. গাইগার কাউন্টার ব্যবহৃত হয়-
- তেজস্ক্রিয় আইসোটোপের কাউন্ট করতে
- আইসোটোপের পরিমাণ নির্ণয়ে
- উদ্ভিদে 32p এর ব্যবহার কৌশল জানতে
A,C
14627. বোর তত্বের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের মূল বক্তব্য-
- প্রত্যেক পরমানুতে বিদ্যমান শক্তিস্তরকে n দ্বারা সূচীত করা হয়
- নিউক্লিয়াসের নিকটতম শক্তিস্তর বেশী শক্তিসম্পন্ন এবং দূরত্ব বাড়ার সাথে শক্তি কমে
- ইলেকট্রন শোষিত শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়
A,C
14628. ইলেকট্রনসমূহ যে পথে ভ্রমণ করে থাকে তাকে কী বলে?
- ইলেকট্রন পথ
- শক্তিস্তর
- কুণ্ডলিত পথ
- পথ
14629. ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন আছে?
- 8 টি
- 12 টি
- 14 টি
- 17 টি
14630. অক্সিজেন মৌলের পরমাণুতে একটি প্রোটন প্রবেশ করানো সম্ভব হলে এটি কোন মৌলের পরমাণুতে পরিণত হবে?
- কার্বণ
- নাইট্রোজেন
- অক্সিজেন
- ফ্লোরিন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-3 - এসএসসি-রসায়ন-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1463"