এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1430
14291. ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণকে কী বলা হয়?
- মেথিলেটেড স্পিরিট
- রেকটিফাইড স্পিরিট
- ভিনেগার
- ফরমালিন
14292. যে এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ বিয়োজিত হয়ে C2H5OH এবং CO2 এ পরিনত হয়, তার নাম কী?
- জাইমেজ
- ইনভারটেজ
- ডায়াস্টেজ
- মল্টেজ
14293. প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
- নাইলন
- টেফলন
- PVC
- পলিপ্রোপিন
14294. অংশ কলামের 21-700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে বলে –
- ডিজেল তেল
- ন্যাপথা
- পেট্রোল
- কেরোসিন
14295. পেট্রোলিয়ামের উৎপত্তি হয় নিচের কোনটি থেকে?
- উদ্ভিদদেহ
- ক্ষুদ্র প্রাণসত্ত্বা
- গাছপালা
- ফলমূল
14296. সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলে –
- অ্যালকিন
- অ্যালকাইন
- অ্যালকেন
- কোনটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1430"