এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1428
14271. হেক্সাকোসেন এর ভৌত অবস্থা কিরূপ?
- কঠিন
- তরল
- গ্যাসীয়
- বায়বীয়
14272. কেরোসিনে জৈব পদার্থের কার্বন শিকলের দৈর্ঘ্য কত?
- C5-C6
- C5-C7
- C5-C12
- C11-C16
14273. ইথানলে বিষাক্ত মিথানল যোগ করে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয় কেন?
- পানের যোগ্য এবং শুল্ক মুক্ত করার জন্য
- পানের অযোগ্য ও শুল্ক মুক্ত করার জন্য
- উৎকৃষ্ট দ্রাবক তৈরি করার জন্য
- দামে সস্তা বার্নিশের দ্রাবক তৈরির জন্য
14274. অ্যালকাইন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
- অ্যালকেন
- অ্যালকিন
- অ্যালডিহাইড
- অ্যালকোহল
14275. অংশ কলামের মধ্যে 200C তাপমাত্রার নিচে পেট্রোলিয়ামের অংশকে বলে –
- ন্যাপথা
- গ্যাসোলিন
- ডিজেল তেল
- পেট্রোলিয়াম গ্যাস
14276. রাসায়নিক যেওগ প্রস্তুতিতে ব্যবহৃত হয় –
- গ্যাসোলিন
- LPG গ্যাস
- জ্বালানি তেল
- লুব্রিকেটিং তেল
14277. কোনটি অ্যারোম্যাটিক যেৌগ?
- সাইক্লোহেক্সেন
- পেন্টেন
- ফেনল
- ইথিন
14278. প্লাস্টিক শিট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
- PVC
- PVA
- টেফলন
- পলিথিন
14279. LPG গ্যাসরূপে কী ব্যবহার করা হয়?
- কয়লা
- প্রাকৃতিক গ্যাস
- পেট্রোলিয়াম গ্যাস
- তেল
14280. C15H32 এর ভাঙ্গন প্রক্রিয়ায় –
- কোনো একক বিক্রিয়া সম্পন্ন হয় না
- হাইড্রোকার্বনের মিশ্রণ উৎপন্ন হয়
- প্রভাবক বা উচ্চ তাপের প্রয়োজন পড়ে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1428"