এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1427
এসএসসি-রসায়ন মডেল টেস্ট | 14261. প্রাকৃতিক গ্যাসের অধিকাংশ মিথেন হলেও এতে সামান্য পরিমাণে থাকে –
- ইথেন
- প্রোপেন
- বিউটেন
A,B,C
14262. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের 99.99% কী?
- ইথেন
- মিথেন
- অক্টেন
- প্রোটেন
14263. কোনটি অধিক সক্রিয়?
- CH3-CH3
- CH2=CH2
- CH=CH
- CH3CH2-CH3
14264. অ্যালকেনসমূহ নিচের কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে?
- প্রতিস্থাপন
- সংযোজন
- পলিমারকরণ
- ওজোনীকরণ
14265. C6H6+2O2®CO2+?+তাপ –
- 2H2O
- CO+H2O
- CH4
- 3H2O
14266. নিচের কোনটি গ্লুকোজের পলিমার নয?
- সেলুলোজ
- স্টার্চ
- শর্করা
- রাবার
14267. CnH2n+1COOH সাধারণ সংকেত বিশিষ্ট যৌগটি –
- অ্যালকোহলের জারণ ক্রিয়ায় প্রস্তুত করা যায়
- জলীয় দ্রবণে OH মূলক প্রদান করে
- ক্ষারকের সাথে ক্রিয়ায় লবণ তৈরী করে
A,C
14268. কোনটি LPG গ্যাস হিসেবে ব্যবহার করা হয়?
- ডিজেল তেল
- পেট্রোলিয়াম গ্যাস
- ন্যাপথা
- গ্যাসোলিন
14269. নিচের কোনটি একমাত্র অ্যালকিন যার সুগন্ধ আছে?
- C2H4
- C3H6
- C4H8
- C5H10
14270. অশোধিত পেট্রোলিয়াম তৈলের আংশিক পাতনে কত কার্বন শিকল বিশিষ্ট বিটুমিন পাওয়া যায়?
- C5-C8
- C18-C30
- C12-C15
- C70 এর উর্ধ্বে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন মডেল টেস্ট- 1427"