এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1426
14251. নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত?
- অ্যালকিন
- অ্যালকাইন
- অ্যালকেন
- কোনটিই নয়
14252. দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
- নাইলন
- টেফলন
- পলিথিন
- পলিভিনাইল ক্লোরাইড
14253. ন্যাপথাকে জ্বালানি হিসেবে কতভাগ ব্যবহার করা হয়?
- 10
- 50
- 90
- 70
14254. সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষুদ্রতম সদস্য হলো –
- মিথেন
- ইথেন
- প্রোপেন
- ইথিন
14255. প্যারালডিহাইড নিচের কোনটি থেকে উৎপন্ন হয়?
- ফরমালডিহাইড
- অ্যাসিটালডিহাইড
- মেটালডিহাইড
- কোনটিই নয়
14256. ‘OH’ কার্যকরী মূলক বিশিষ্ট 2 কার্বনের A একটি জৈব যৌগ। এটি সালফিউরিক এসিডের সাথে ক্রিয়ায় B যৌগ তৈরি করে। B যৌগটি তাপে বিয়োজিত হয়ে অসম্পৃক্ত যৌগ C উৎপন্ন করে।A যৌগটি কী হবে?
- CH3CHO
- CH3CH2OH
- CH3CH2O
- CH=CHOH
14257. উৎপাদিত C যৌগটির ক্ষেত্রে –
- কার্বন-কার্বন দ্বিবন্ধন রয়েছে
- সংযোজন বিক্রিয়ায় অংশ নেয়
- নিরুদন বিক্রিয়ায় অংশ নেয়
A,B
14258. কয়লা হচ্ছে –
- কালো বর্ণের কঠিন পদার্থ
- তাপ দিলে অবশেষরূপে কোন পাওয়া যায়
- রেল ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হয়
A,B,C
14259. প্রোপেনের স্ফুটনাংক কত?
- -1900C
- 1830C
- 1280C
- -1300C
14260. পেট্রোলিয়ামের কোন অংশকে পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
- গ্যাসোলিন
- প্রাকৃতিক গ্যাস
- লুবিকেটিং তেল
- বিটুমিন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1426"