এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1425
14241. একবার মাত্র আকার এবং গলানো যায় কোনটিকে?
- থার্মোপ্লাস্টিক পলিমারকে
- থার্মোসেটিং পলিমারকে
- উভয় পলিমারকে
- কোনটিকেই নয়
14242. প্লাস্টিকের বৈশিষ্ট্য হলো –
- দামে সস্তা
- রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না
- ওজনে হালকা
A,B,C
14243. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোন প্রভাবক ব্যবহৃত হয়?
- V2O5
- N1
- LiAlH4
- MnO2
14244. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?
- C3H8
- C5H12
- C8H18
- C20H42
14245. লেবুর রসে কোনটি থাকে?
- সাইট্রিক এসিড
- টারটারিক এসিড
- ল্যাকটিক এসিড
- পমিটিক এসিড
14246. HCl যৌগটি –
- আয়নিক যৌগ
- সমযোজী হলেও আয়নিক বৈশিষ্ট্য অর্জন করে
- অজৈব ধরনের যৌগ
B,C
14247. মৃত উদ্ভিদ ও প্রাণী কত বছর মাটির নিচে থাকলে তা প্রাকৃতিক গ্যাস, কয়লা বা খনিজ তেলে পরিণত হয়?
- প্রায় ২০০০ মিলিয়ন বছর
- প্রায় ২০০ মিলিয়ন বছর
- প্রায় ২০ মিলিয়ন বছর
- প্রায় ১০০ মিলিয়ন বছর
14248. জৈব এসিড অ্যালকোহলের সাথে নিচের কোন পলিমারটি উৎপন্ন করে?
- ডেরলিন
- টেরিলিন
- টেফলন
- নাইলন
14249. কোনটিকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা যায় না?
- C4H8
- C4H4
- C4H10
- C3H6
14250. অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কত প্রকার হয়?
- দুই
- তিন
- চার
- কোনটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1425"