এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1411
14101. হামিদ মেটাল ইন্ডাস্ট্রিতে কপারের তড়িৎ বিশোধন করা হয়। সেখানে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
- বিশুদ্ধ কপারের পাত
- অবিশুদ্ধ কপারের পাত
- জিংকের পাত
- গ্রাফাইট দন্ড
14102. বাত্যাচুল্লিতে নিষ্কাশনের পর কোন লোহা পাওয়া যায়?
- ঢালাই লোহা
- পেটা লোহা
- ইস্পাত
- বিশুদ্ধ লোহা
14103. কাসা বা ব্রোঞ্জের সংযুক্তি কোনটি?
- Cu 65% Sn 35%
- Cu 65% Zn 35%
- Cu 90% Sn 10%
- Cu 99% Sn 1%
14104. অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোনটি বিগালক হিসেবে ব্যবহৃত হয়?
- ক্যালসিয়াম ক্লোরাইড
- সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালিমুনেট
- ক্যালসিয়াম অক্সাইড
- সিলিকন ডাই অক্সাইড
14105. ‘X’ ব্যবহৃত — তৈরিতে।
- কাঁটাচামচ
- পাকঘরের সিঙ্ক
- কৃষিযন্ত্রপাতি
A,B
14106. SO2 ব্যবহৃত হয় –
- জীবাণুনাশকরূপে
- কীটনাশকরূপে
- বিরঞ্জকরূপে
- সবগুলো
14107. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?
- 92
- 98
- 105
- 110
14108. অস্ত্র তৈরিতে স্টিল ব্যবহারের কারণ কোনটি?
- ব্যয়বহুল নয়
- ঘাতসহ
- ভারবহনে সক্ষম
- সবগুলো
14109. ওলিয়ামের সংকেত কোনটি?
- SO2
- H2SO3
- H2SO4
- H2S2O7
14110. খনিতে আকরিকের সাথে থাকা অপদ্রব্যকে কি বলে?
- ডেজাল
- অপদ্রব্য
- ধাতুমল
- খনিজমল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-10 - এসএসসি-রসায়ন-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1411"