এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1207
এসএসসি বাংলা | 12061. অনুসন্ধান করার ইচ্ছা – কে কী বলে?
- অনুচিকির্ষা
- অনুসন্ধিৎসা
- প্রতিচিকীর্ষা
- অনুচ্চার্য
12062. এ গ্রামে যে দরগা আছে, সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে। – কোন বাক্যের উদাহরণ?
- সরল বাক্য
- যৌগিক বাক্য
- মিশ্র বাক্য
- মৌলিক বাক্য
12063. সত্য কথা বলি নি, তাই বিপদে পড়েছি। – এটি কীরূপ বাক্য?
- সরল বাক্য
- যৌগিক বাক্য
- মিশ্র বাক্য
- কঠিন বাক্য
12064. কোনটি সরল বাক্যের উদাহরণ?
- যে পরিশ্রম করে
- সে-ই সুখ লাভ করেপুকুরে পদ্মফুল ফুটেযে ভিক্ষা চায়
- তাকে দান করোউদয়াস্ত পরিশ্রম করব
- তথাপি অন্যের দ্বারস্থ হব না”;}}
12065. যে নারীর চেহারা দেখতে সুন্দর – এক কথায় কী হবে?
- সুদর্শনা
- অপরূপা
- রূপসী
- ললনা
12066. যে নারীর হিংসা নেই – এর সংকুচিত রূপ হল –
- অনসূয়া
- অহিংসুক
- অনুসূয়া
- অসূয়াবতী
12067. যে নারীর হাসি পবিত্র – তাকে এককথায় কী বলে?
- সূচিস্মিতা
- সুচিস্মিতা
- শুচিস্মিতা
- শূচিস্মিতা
12068. যেটি চেটে খেতে হয় – এর বাক্য সংকোচন কী?
- লেহ্য
- লেহ
- চূষ্য
- চকলেট
12069. তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম – বাক্যটিতে কোন গুণের অভাব আছে?
- আসত্তি
- আকাঙ্ক্ষা
- যোগ্যতা
- শৃঙ্খলা
12070. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - 2 - 5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1207"