এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1230
12291. আমার যাওয়া হবে না – এটি কোন বাচ্য?
- কর্তৃবাচ্য
- ভাববাচ্য
- কর্মবাচ্য
- গৌণবাচ্য
12292. যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে?
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্মপ্রবচনীয় অব্যয়
- কর্মকর্তৃবাচ্য
12293. এ পথে চলা যায় না – বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্মবাচ্য
- কর্মকর্তৃবাচ্য
- কর্তৃবাচ্য
- ভাববাচ্য
12294. কখনও কখনও কোন বাচ্যে কর্তা উহ্য থাকে?
- কর্তৃবাচ্যে
- কর্মবাচ্যে
- কর্মকর্তৃবাচ্যে
- ভাববাচ্যে
12295. কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
- কর্তৃবাচ্যে
- কর্মবাচ্যে
- ভাববাচ্যে
- কর্মকর্তৃবাচ্যে
12296. কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না –
- কর্মবাচ্যের
- ভাববাচ্যের
- কর্মকর্তৃবাচ্যের
- কর্তৃবাচ্যের
12297. কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ?
- তুমিই সিলেট যাবে
- তোমাকেই সিলেট যেতে হবে
- তোমরা কখন এলে
- দস্যুদল ট্রলার লুট করেছে
12298. তোমাদের কখন আসা হলো – এটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12299. কর্তৃপদে তৃতীয়া অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে?
- কর্তৃবাচ্যে
- কর্মবাচ্যে
- ভাববাচ্যে
- কর্মকর্তৃবাচ্যে
12300. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?
- প্রথমা
- দ্বিতীয়া
- তৃতীয়া
- চতুর্থী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1230"