এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1227
12261. গলা ধরা – এখানে কী অর্থে ধরা ক্রিয়া পদের রীতিসিদ্ধ প্রয়োগ হয়েছে?
- অনুরোধ করা
- কন্ঠরুদ্ধ হওয়া
- আদর করা
- পছন্দ হওয়া
12262. কুঞ্জর শব্দের অর্থ কী?
- খরগোশ
- হরিণ
- হাতি
- চুল
12263. দুর্লভ বস্তু অর্থে বাগধারা –
- আকাশ কুসুম
- অমাবস্যার চাঁদ
- একাদশে বৃহস্পতি
- অরণ্যে রোদন
12264. শকুনি মামার অর্থ কী?
- কুৎসিত মামা
- সৎ মামা
- কুচক্রী মামা
- পাতানো মামা
12265. অশ্ম অর্থ কী?
- ঘোড়া
- পাথর
- ধারাল
- আশাহীন
12266. পামর অর্থের সমার্থক নয় কোনটি?
- নরাধম
- পাপী
- মূর্খ
- প্রতাপশালী
12267. চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- বিধু
- ভুজ
- ভানু
- তপন
12268. কোন বাগধারাটি ভিন্নার্থক?
- দুধের মাছি
- সুখের পায়রা
- হরিষে বিষাদ
- শরতের শিশির
12269. হাত গুটিয়ে বসে আছ কেন? – বাক্যে হাত শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- দক্ষতা
- আয়ত্তে আনা
- হস্তচ্যুত হওয়া
- কার্যে বিরতি
12270. তিমির শব্দের বিপরীত শব্দ কোনটি?
- সমুদয়
- অপচয়
- অন্ধকার
- আলোক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1227"