এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1205
এসএসসি-বাংলা-কুইজ মডেল টেস্ট | 12041. কর্ম সম্পাদনে পরিশ্রমী – বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
- কর্মী
- কর্মঠ
- পরিশ্রমী
- কর্মপটু
12042. লাভ করার ইচ্ছা – কে এককথায় কী বলে?
- লোপ
- লোভ
- লিপ্সা
- বুভুক্ষা
12043. বাক্যে দুটি অংশ থাকে – এ দুটি কী?
- ক্রিয়া ও কর্ম
- কর্তা ও কর্ম
- উদ্দেশ্য ও বিধেয়
- বিশেষ্য ও বিশেষণ
12044. সকল আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন – এটি কোন দোষ সৃষ্টি করেছে?
- বাহুল্য দোষ
- দুর্বোধ্যতা
- অতিশায়ন
- ভুল উপমা
12045. যিনি বিদ্যা লাভ করেছেন – তাকে এককথায় কী বলে?
- কৃতবিদ্যা
- বিদ্বান
- জ্ঞানী
- কৃতবিদ্য
12046. যার কোথাও উঁচু কোথাও নীচু – এর সংকুচিত পদ কোনটি?
- বন্ধুর
- উঁচু-নীচু
- বন্দুর
- অসমতল
12047. শবপোড়া শব্দটির কী দোষ দেখা যায়?
- গুরুচন্ডালী
- আকাঙ্ক্ষার প্রয়োগ
- উপমার প্রয়োগ ভুল
- দুর্বোধ্যতা
12048. ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি – এক কথায় প্রকাশ কোনটি?
- জিতেন্দ্রিয়
- ইন্দ্রজিৎ
- জীবন্মৃত
- কৃতদার
12049. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা – বাক্যের কী?
- অংশ
- বৈশিষ্ট্য
- গুণ
- প্রকারভেদ
12050. তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনও কখনও কী সৃষ্টি করে?
- বাহুল্য দোষ
- দুর্বোধ্যতা
- গুরুচন্ডালী
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-কুইজ মডেল টেস্ট -1205"