এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1162
11611. নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো?
- যথা-তথা
- অতি-পুনরায়আবার
- ওএবং
- কিন্তু”;}}
11612. নিম্নের কোনটি বিয়োজক অব্যয়ের উদাহরণ?
- তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে
- তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
- এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার
11613. নিশ্চয়ই, আলবত কোন শ্রেণির অব্যয়?
- অনন্বয়ী
- অনুকার
- অনুসর্গ
- সমুচ্চয়ী
11614. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ- এগুলো কী বাচক নাম বিশেষণ?
- গুণবাচক
- রূপবাচক
- ভাববাচক
- অবস্থাবাচক
11615. নবম শ্রেণি, প্রথমা কন্যা – এখানে নবম, প্রথমা কোন জাতীয় বিশেষণ?
- ক্রমবাচক
- সমষ্টিবাচক
- পরিমাণবাচক
- সংখ্যাবাচক
11616. পদ কয় প্রকার?
- চার
- পাঁচ
- ছয়
- সাত
11617. পদ প্রথমত দুই প্রকার; যথা –
- বিশেষ্য ও বিশেষণ
- সব্যয় ও অব্যয়
- নাম ও ক্রিয়া
- অব্যয় ও ধন্যাত্মক অব্যয়
11618. বাংলা অব্যয় শব্দ কোনটি?
- আবার
- সহসা
- সাবাস
- নইলে
11619. বাক্যের বিধেয় বিশেষণ কোথায় বসে?
- সমাপিকা ক্রিয়ার পরে
- বিশেষ্যের পরে
- বিশেষ্যের পূর্বে
- কর্মের পরে
11620. বিধেয় বিশেষণ কোথায় বসে?
- বিশেষ্যের পরে
- বিশেষণের পরে
- বিশেষণের পূর্বে
- বিশেষ্যের পূর্বে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1162"