এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1194
11931. কান্নায় শোক মন্দীভূত হয় – কান্নায় কোন কারক ও কোন বিভক্তি?
- অপাদান কারক
- কালাধিকরণ
- ভাবাধিকরণে ৭মী
- আধারাধিকরণ
11932. বাড়ি থেকে নদী দেখা যায়। – বাড়ি থেকে কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে পঞ্চমী
- কর্মে পঞ্চমী
- করণে পঞ্চমী
- অধিকরণে পঞ্চমী
11933. মসজিদে টাকা দাও – বাক্যে মসজিদে কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ৭মী
- সম্প্রদানে ৭মী
- অধিকরণে ৭মী
- অপাদানে ৭মী
11934. আকাশ মেঘে ঢাকা নিম্নরেখ পদটি –
- কর্মকারক
- করণ কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
11935. বাবা বাড়ি নেই – নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে শূন্য
- কর্তায় শূন্য
- অধিকরণে শূন্য
- অপাদানে ২য়া
11936. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
- ঐকদেশিক
- অভিব্যাপক
- বৈষয়িক
- ভাবাধিকরণ
11937. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
- রাজার রাজ্য
- বাটির দুধ
- দেশের লোক
- শরতের আকাশ
11938. ঘোড়ায় গাড়ি টানে। – এখানে ঘোড়ায় কোন কারকে কোন বিভক্তি?
- কর্তৃকারকে সপ্তমী
- করণে দ্বিতীয়া
- কর্মে সপ্তমী
- অপাদানে শূন্য
11939. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে – এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে সপ্তমী
- কর্তৃকারকে সপ্তমী
- অধিকরণে সপ্তমী
- কর্মে সপ্তমী
11940. নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ?
- রাজার রাজ্য
- ধনের অহংকার
- হাতির দাঁত
- মধুর মিষ্টতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1194"