এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1148
11471. সই কোন প্রত্যয়?
- বাংলা কৃৎ
- বাংলা তদ্ধিত
- বিদেশি তদ্ধিত
- সংস্কৃত তদ্ধিত
11472. বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
- মিশুক
- মেঘলা
- বড়াই
- পানসে/গিন্নীপনা
11473. জাতঅর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে?
- ঢাকাই
- মোগলাই
- মিঠাই
- চড়াই
11474. নিচের কোনটি দক্ষ বা বেত্তা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ?
- ধার্মিক
- রাবণি
- হৈমন্তিক
- বৈদিক
11475. গরিষ্ঠ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- গরি + ইষ্ঠ
- গুরু + ইষ্ঠ
- গরি + ষ্ঠ
- গুরু + ষ্ঠ
11476. অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি?
- মিঠাই
- লোনা
- লেজুড়
- সাপুড়ে
11477. বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি?
- হাজিরা
- হাতা
- জবানবন্দি
- লঘিষ্ঠ
11478. কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
- জৈন
- যাদব
- বৈষ্ণব
- শৌর্য
11479. তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
11480. বিশেষ্য পদ গঠনে র প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?
- মধুর
- চামড়া
- ডাক্তার
- আমার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1148"