এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1115
11141. ব্যাসবাক্যের অন্য নাম কী?
- পূর্ণ বাক্য
- বিগ্রহ বাক্য
- বিস্তৃত বাক্য
- নতুন বাক্য
11142. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?
- দুধে-ভাতে
- কাগজ-পত্র
- ভাই-বোন
- জমা-খরচ
11143. নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্ধ’?
- অহি-নকুল
- জমা-খরচ
- মাসি-পিসি
- হাট-বাজার
11144. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি?
- রাজার পথ
- রাজা নির্মিত পথ
- রাজাদের পথ
- পথের রাজা
11145. ‘হংসডিম্ব’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- হংসের ডিম্ব
- হংস ও ডিম্ব
- হংস হতে যে ডিম্ব
- হংসীর ডিম্ব
11146. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসে আছে?
- পঞ্চমী তৎপুরুষ
- ষষ্ঠী তৎপুরুষ
- তৃতীয়া তৎপুরুষ
- অলুক তৎপুরুষ
11147. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
- অলুক দ্বন্ধ
- দ্বিতীয়া তৎপুরুষ
- তৃতীয়া তৎপুরুষ
- চতুর্থী তৎপুরুষ
11148. ‘দা-কুমড়া’ কোন দ্বন্ধ সমাসের উদাহরণ?
- বিপরীতার্থক দ্বন্ধ
- মিলনার্থক দ্বন্ধ
- বিরোধার্থক দ্বন্ধ
- সমার্থক দ্বন্ধ
11149. সমাস কত প্রকার?
- সাত প্রকার
- ছয় প্রকার
- পাঁচ প্রকার
- তিন প্রকার
11150. ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?
- সাধারণ কর্মধারয়
- ষষ্ঠী তৎপুরুষ
- ব্যধিকরণ বহুব্রীহি
- চতুর্থী তৎপুরুষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1115"