এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1075
এসএসসি-বাংলা-কুইজ | 10741. ‘অন্বেষণ’ – এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
- অন্ব + এষণ
- অনু + এষণ
- অন্ব + ষণ
- অনু + ষণ
10742. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
- পাঁচ
- চার
- তিন
- দুই
10743. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়?
- দ
- চ
- ঝ
- ছ
10744. কোনটি স্বরসন্ধির উদাহরন?
- উদ্ধার
- পুরস্কার
- তিরস্কার
- অতীত
10745. ‘পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
- পশ্বধম
- পশ্বাধম
- পশুধম
- পশাধম
10746. ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো –
- সর্বদা
- সর্বত্র
- সদৈব
- সর্বৈব
10747. কোনটি সন্ধির উদ্দেশ্য?
- শব্দের মিলন
- বর্ণের মিল
- ধ্বনিগত মাধুর্য সম্পাদন
- শব্দগত মাধুর্য সম্পাদন
10748. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
- একচ্ছত্র
- পবিত্র
- দিগন্ত
- সজ্জন
10749. ঔ + উ = আব্ + উ – এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির?
- পাবক
- নাবিক
- ভাবুক
- গায়ক
10750. সন্ধির প্রধান সুবিধা কী?
- পড়ার সুবিধা
- লেখার সুবিধা
- উচ্চারণের সুবিধা
- শোনার সুবিধা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-কুইজ- 1075"