এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1073
10721. কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
- ভণিতা
- ভীষণ
- মরণ
- হরিণ
10722. কোনটি স্বভাবতই ‘ণ’ এর উদাহরণ?
- কণিকা/লাবণ্য/গণনা
- হরিণ
- ঋণ
- রামায়ণ
10723. স্বভাবত ‘ষ’ – এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
- অনুষঙ্গ
- অভিষেক
- অনুষ্ঠান
- অভিলাষ
10724. নিপাতনে সিদ্ধ ‘ষ’ – এর ব্যবহার হয়েছে কোনটিতে?
- মুমূর্ষু
- অনুষঙ্গ
- বর্ষণ
- ভূষণ
10725. স্বভাবতই ‘ষ’ এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
- বিষম
- বিষ
- সুষম
- সুষমা
10726. ‘দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম’ প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয় নি কেন?
- তৎসম শব্দ বলে
- দেশি শব্দ বলে
- বিদেশি শব্দ বলে
- সমাসবদ্ধ শব্দ বলে
10727. ‘ণত্ব’ বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’ – এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?
- ঘণ্টা লুণ্ঠন ভাণ্ড
- তৃণ বর্ণ ঝর্ণা
- কৃপণ
10728. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ধ্বনিতত্ত্ব
- শব্দতত্ত্ব
- বাক্যতত্ত্ব
- অর্থতত্ত্ব
10729. পন্ডিতগণ কোন ধরনের শব্দের বানানে ‘ষ’ এর ব্যবহার অবিকৃত রাখার পক্ষপাতী?
- দেশি
- তৎসম
- অর্ধ-তৎসম
- খাঁটি বাংলা
10730. ঋ, র, ষ – এর পরে স্বরধ্বনি থাকলে পরবর্তী ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। এর উদাহরণ কোনটি?
- কারণ
- কৃপণ
- হরিণ
- ভীষণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2"