এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1061
10601. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
- ঐ
- ঋ
- ঈ
- অ
10602. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
- কন্ঠ
- শ্বাসনালী
- স্বরতন্ত্রী
- ফুসফুস
10603. ‘বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
- ঞ্ + জ
- জ্ + ঞ
- গ্ + গ
- গ্ + ঞ
10604. কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
- ত বর্গ
- ট বর্গ
- চ বর্গ
- ক বর্গ
10605. নিচের কোন শব্দে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
- সে
- যেথা
- কেষ্ট
- খেমটা
10606. কোন ধ্বনিটির উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হবে?
- ট
- ল
- ণ
- ঝ
10607. স্পর্শ ও উষ্মবর্ণের মাঝামাঝি বর্ণকে কী বলা হয়?
- অন্তঃস্থ বর্ণ
- তাড়নজাত বর্ণ
- অনুনাসিক বর্ণ
- অঘোষ বর্ণ
10608. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন – এর উচ্চারণ কেমন হয়?
- সংবৃত
- বিবৃত
- দ্বিত্ব
- দ্রুত
10609. কোনগুলো উষ্মধ্বনি?
- ক চ
- ট ত
- খ ছ
10610. পার্শ্বিক ধ্বনি কোনটি?
- প
- ল
- র
- ড়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1061"