এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1038
10371. কোন শব্দগুচ্ছ সাধুভাষার উদাহরণ?
- তুলা সহিত
- জুতো মাথা
- পড়িল দেখে
- বুনো তুলো
10372. উপভাষার আর এক নাম কী?
- দেশীয় ভাষা
- মূল ভাষা
- আঞ্চলিক ভাষা
- বাংলা ভাষা
10373. ‘পোশাক’ কোন ভাষা থেকে আগত শব্দ?
- ফারসি
- বাংলা
- সংস্কৃত
- উর্দু
10374. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
- কুচ্ছিত
- ভবন
- মনুষ্য
- বৈষ্ণব
10375. ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ করা যায়?
- সাধুরীতি
- চলিত রীতি
- আঞ্চলিক রীতি
- প্রমিত রীতি
10376. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
- সাধুরতি
- চলিত রীতি
- কথ্যরীতি
- লেখ্যরীতি
10377. কোনটি ইংরেজী শব্দ নয়?
- ব্যাগ
- অফিস
- ফুটবল
- বাদশাহ
10378. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো প্রধানত কয়ভাগে বিভক্ত?
- দুই ভাগে
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
10379. বাংলা ভাষার রীতি কয়টি?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
10380. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
- বুন
- বুনো
- বন
- বূন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-1 - এসএসসি-বাংলা-2-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1038"