এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1036
10351. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
- সাধু রীতি
- আঞ্চলিক কথ্য রীতি
- সাধু এবং চলিত উভয় রীতি
- চলিত রীতি
10352. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
- চলিত রীতি
- কথ্য রীতি
- সাধুরীতি
- আঞ্চলিক রীতি
10353. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
- আরবি
- ফারসি
- পর্তুগিজ
- ওলন্দাজ
10354. ‘হারতাল’ কোন ভাষার শব্দ?
- ওলন্দাজ
- তুর্কি
- হিন্দি
- গুজরাটি
10355. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
- খাঁটি বাংলা
- দেশি
- বিদেশি
- অর্ধ-তৎসম
10356. কোনটি বিদেশি শব্দ নয়?
- পত্র
- দোয়াত
- কলেজ
- আইন
10357. ‘তৎসম’ অর্থ ‘তার সমান’ – এই ‘তার’ কিসের?
- বাংলার
- প্রাকৃতের
- সংস্কৃতের
- ইংরেজীর
10358. বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী?
- চলিত
- সাধু
- আঞ্চলিক
- মিশ্র
10359. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
- পর্তুগিজ
- ওলন্দাজ
- গুজরাটি
- তুর্কি
10360. কোন রীতি গুরুগম্ভীর নয়?
- সাধুরীতি
- চলিত রীতি
- লেখ্য রীতি
- কথ্য রীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-1 - এসএসসি-বাংলা-2-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1036"