এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1048
10471. বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
- মধ্যযুগের শুরুতে
- মধ্যযুগের মাঝামাঝি
- ইংরেজদের আগমনের পূর্বে
- ইংরেজদের আগমনের পরে
10472. নিচের কোনটি আরবি শব্দ?
- নামায
- রোযা
- খোদা
- হজ
10473. বিশুদ্ধ চীরত ভাষা কোনটি?
- সামনে একটা বাঁশ বাগান পড়ল
- সামনে একটি বাঁশ বাগান পড়ল
- সামনে একটি বাঁশ বাগান পড়িল
- সম্মুখে একটি বাঁশ বাগান পড়ল
10474. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
10475. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
- চলিত
- সাধু
- আঞ্চলিক
- প্রাকৃত
10476. কোনটি পারিভাষিক শব্দ?
- ইনসান
- টোপর
- বিশ্ববিদ্যালয়
- ডাক্তারখানা
10477. তামিল ভাষার শব্দ কোনটি?
- পেট
- কুলা
- চুলা
- কুড়ি
10478. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে –
- দুই হাজার
- পাঁচ হাজারের ওপর
- সাড়ে তিন হাজারের ওপর
- সাড়ে সাত হাজারের ওপর
10479. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
- কুরআন
- রোযা/যাকাত
- নালিশ
- ঈদ
10480. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ধ্বনিতত্ত্বে
- রূপতত্ত্বে
- বাক্যতত্ত্বে
- অর্থতত্ত্বে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-1 - এসএসসি-বাংলা-2-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1048"