এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1222
এসএসসি বাংলা | 12211. অন্ন শব্দের অর্থ কী?
- অপর
- ভাত
- পল
- নবান্ন
12212. কোনটি যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়?
- পদের
- বাগধারার
- বাক্যের
- সমার্থক শব্দের
12213. কুরঙ্গ শব্দের সমার্থক শব্দ হলো –
- হাতি
- হরিণ
- খরগোশ
- সাপ
12214. গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- বর্জন
- পরিহার
- অগ্রাহ্য
- প্রদান
12215. স্থাবর এর বিপরীত শব্দ কোনটি?
- স্থায়ী
- অস্থায়ী
- জঙ্গম
- সীম্য
12216. বিষ নেই তার কুলোপানা চক্কর – এর অর্থ কী?
- অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
- ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
- যার কোনো ক্ষমতা নেই
- বিষ নেই এমন সাপ
12217. চিনির পুতুল – এর অর্থ কী?
- পরিশ্রমকাতর
- শ্রম বিমুখ
- কর্মবিমুখ
- দক্ষ কর্মী
12218. শব্দের আভিধানিক অর্থই –
- বাচ্যার্থ
- লক্ষ্যার্থ
- যোগ্যতা
- আসত্তি
12219. চিকামারা বলতে কোনটি বোঝায়?
- দেয়ালে লেখা
- হীন শত্রুর সাথে লড়া
- শত্রুকে বিনাশ করা
- বাজে কাজ করা
12220. পৃথিবী শব্দের সমার্থক নয়কোনটি?
- অম্বর
- অবনী
- আকাশ
- জল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - 2 - 5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1222"