এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-11-তোমাকে-পাওয়ার-জন্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 848
8471. শামসুর রাহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
- ২৪শে অক্টোবর
- ২৫শে অক্টোবর
- ২৬শে অক্টোবর
- ২৭শে অক্টোবর
8472. স্বাধীনতার জন্য নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে?
- থুত্থুড়ে এক বুড়ো
- সগীর আলী
- মোল্লাবাড়ির এক বিধবা
- কেষ্ট দাস
8473. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল কেন?
- নদীর ভাঙনে
- সড়ক দুর্ঘটনায়
- স্বাধীনতা যুদ্ধে স্বামী শহিদ হওয়ায়
- নাইতে গিয়ে সিঁথির সিঁদুর মুছে গেছে
8474. শাবাশ বাংলাদেশ, এ পৃথিবীজ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। ৪৯. উদ্ধৃত লাইনগুলোতে পঠিত কবিতার কোন দিকটি বিশেষভাবে উত্থাপিত হয়েছে?
- বাঙালির নির্লিপ্ততা
- বাঙালির সংগ্রাম চেতনা
- বাঙালির পরাধীনতা
- বাঙালির সাহস
8475. উল্লিখিত চরণগুলোর ভাববস্তুতে পঠিত কবিতার ভাববস্তুর উপাদান হলো –
- স্বাধিকার চেতনা
- আধিপত্য অস্বীকার
- আত্মনিয়ন্ত্রণের প্রেরণা
A,B,C
8476. অপরাহ্ন শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
- তৎসম
- অর্ধ-তৎসম
- দেশি
- আঞ্চলিক
8477. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় অনাথ বা এতিম হলো –
- অবুঝ শিশু
- হাড্ডিসার কিশোরী
- সাকিনা ও হরিদাসী
A,B
8478. শামসুর রাহমানের মাতার নাম কী?
- আয়িশা খাতুন
- খাদীজা বেগম
- আমেনা খাতুন
- আসমা বেগম
8479. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় পথের ধারে শূন্য থালা হাতে বসেছিল –
- থুত্থুড়ো বুড়ো
- সাকিনা বিবি
- অনাথ কিশোরী
- হরিদাসী
8480. তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো – ছাত্রাবাস বস্তি উজাড় হলো এ পঙক্তিতে কিসের চিত্র আছে?
- স্বাধীনতার সুর
- ধ্বংসের চিত্র
- গণ-আন্দোলনের রূপ
- মুক্তিযুদ্ধের পটভূমি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-11-তোমাকে-পাওয়ার-জন্য - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 848"