এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-4-মমতাদি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 798
7971. ১৯২৬ সালের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক রয়েছে –
- ম্যাট্রিক পাসের ক্ষেত্রে
- আই.এসসি পাসের ক্ষেত্রে
- বি.এসসি পাসের ক্ষেত্রে
- এম. এসসি পাসের ক্ষেত্রে
7972. মা প্রথম দিন মমতাদিকে জেরা করলেন কেন?
- বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য
- কাজে দক্ষ কি না জানার জন্য
- বেতন ঠিক করার জন্য
- তিন বেলা রাঁধতে হবে না
7973. গল্পে মমতার স্বামী পরিচয় দিয়েছে –
- অসহায়ত্বের
- দায়িত্বহীনতার
- অপারগতার
- নিষ্ঠুরতার
7974. তুমি রাঁধুনী? প্রশ্নটি কার?
- মায়ের
- ছেলেটির
- স্বামীর
- ছোটকর্তার
7975. হরির লুট শব্দটি মমতাদি গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- কোষাগার লুন্ঠন
- ভাঁড়ার খালি করা
- দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ
- হরিকে লুন্ঠন করা
7976. অপ্রতিভ শব্দের অর্থ কী?
- অপর্যাপ্ত
- অপ্রতুল
- অপ্রস্তুত
- অসময়
7977. মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
- ১০ টাকা
- ১২ টাকা
- ১৫ টাকা
- ১৮ টাকা
7978. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন?
- পদার্থ
- রসায়ন
- জীববিদ্যা
- গণিত
7979. নেসার সাহেবের কাজের মেয়ে অধিক বেতন দাবি করল। নেসার সাহেব বেশি বেতন না দিলে চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় ভিক্ষা করতে শুরু করল। ভিক্ষা করে সে চাকরির চেয়ে বেশি আর্ন করে।নেসার সাহেবের কাজের মেয়ের মধ্যে যেটি নেই –
- লোভ
- সম্মানবোধ
- অহংকার
7980. বাড়ির কুটুমরা কী নিয়ে এসেছিল?
- রসগোল্লা আর চমচম
- রসগোল্রা আর সন্দেশ
- রসগোল্লা আর লাড্ডু
- রসগোল্রা আর সরভাজা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-4-মমতাদি - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 798"