এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 775
7741. ‘বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত।’ এখানে ‘দাম’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- মূল্য
- সম্মান
- যৌতুক
- গহনা
7742. নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
- রক্তকবরী
- গল্পগুচ্ছ
- বিচিত্র প্রবন্ধ
- প্রবন্ধ সংগ্রহ
7743. কার কাছে বাপের অপরাধের অনুতাপ গোপন করা যেত না?
- শাশুড়ির
- শ্বশুরের
- মেয়ের
- প্রতিবেশীর
7744. রবীন্দ্রনাথ তার কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
- ক্ষণিকা
- মানসী
- সোনার তরী
- গীতাঞ্জলি
7745. ‘দয়াপরতন্ত্র’ শব্দটির অর্থ হিসেবে অধিকতর যুক্তিযুক্ত হলো –
- কল্যাণ
- দয়ার বশীভূত
- প্রার্থনা
- স্নেহপরায়ণ
7746. ‘দেনাপাওনা’ গল্পে অন্তঃপুরে কান্না পড়ে গেল কেন?
- বর উপস্থিত না হওয়ায়
- বিবাহ পন্ড হওয়ার আশঙ্কায়
- কনে মূর্ছা যাওয়ায়
- বিদায়ের শোকে
7747. ‘দেনাপাওনা’ গল্পে ‘বাঁধা দিয়া’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- ঠিকঠাক করা
- রোধ করা
- বন্ধক
- একত্র করা
7748. বিবাহ কীভাবে সম্পন্ন হয়ে গেল?
- বিষন্ন নিরানন্দভাবে
- কিঞ্চিৎ বিষন্নভাবে
- আনন্দ প্রসন্নভাবে
- কিঞ্চিৎ প্রসন্নভাবে
7749. ‘দেনাপাওনা’ গল্পের নামকরণের ব্যাপারে বিবেচনা করা হয়েছে –
- কাহিনী
- চরিত্র
- বক্তব্য
- তাৎপর্য
7750. ‘দেনাপাওনা’ গল্পে “বর্তমান শিক্ষার বিষময় ফল” বলতে কী বুঝানো হয়েছে?
- ইংরেজী শিক্ষা
- বাংলা শিক্ষা
- ডিজিটাল শিক্ষা
- আধুনিক শিক্ষা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 775"