এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 782
7811. বিয়ের সময় নিরূপমার বাবা পণের সব অর্থ দিতে পারেনি কেন?
- বরপক্ষের আপত্তির কারণে
- বরের আপত্তির কারণে
- আর্থিক অসচ্ছলতার কারণে
- অর্থ চুরি হয়ে যাওয়ায়
7812. ‘নবাবের বাড়ির মেয়ে কিনা!’ – কে বলেছেন?
- নিরূপমা
- শাশুড়ি
- শ্বশুর
- ডেপুটি ম্যাজিস্ট্রেট
7813. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ?
- পদ্মরাগ
- যুগবাণী
- বিচিত্র প্রবন্ধ
- আরণ্যক
7814. রামসুন্দর কতজন কন্যার জনক ছিলেন?
- এক
- দুই
- তিন
- চার
7815. রামসুন্দরের পরিবার ছিল –
- মধ্যবিত্ত
- নিম্ন মধ্যবিত্ত
- নিম্ন বিত্ত
- উচ্চ মধ্যবিত্ত
7816. রামসুন্দর কোন মাসে মেয়েকে ঘরে আনার প্রতিজ্ঞা করেন?
- ভাদ্র
- আশ্বিন
- কার্তিক
- অগ্রহায়ণ
7817. পাওনাদারদের দৃষ্টিপথ এড়ানোর জন্য রামসুন্দর কী অবলম্বন করেন?
- সতর্কতা
- সচেতনতা
- ভিন্ন পথ
- নানারূপ হীন কৌশল
7818. বনেদী ঘর কার?
- রামসুন্দরের
- নবীন মাধবের
- নিরূপমার
- রায়বাহাদুরের
7819. কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
- ৮ই আগস্ট ১৯৪১ সাল
- ২২ শে জুন ১৯৪১সাল
- ৭ই মে ১৯৪৫ সাল
- ৭ই আগস্ট ১৯৪১ সাল
7820. রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
- ২৫শে বৈশাখ ১২৬৮
- ২২শে শ্রাবণ ১২৬৮
- ২৯শে ভাদ্র ১২৬৮
- ২৬শে আষাঢ় ১২৬৮
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 782"