এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 351
3501. কখন থেকে খালকাটা কর্মসূচি শুরু হয়?
- ১ ডিসেম্বর ১৯৭৯
- ২ ডিসেম্বর ১৯৭৯
- ৩ ডিসেম্বর ১৯৭৯
- ৪ ডিসেম্বর ১৯৭৯
3502. চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
- ১৯৮৭ সালের ১৬ ডিসেম্বর
- ১৯৮৮ সালের ৩ মার্চ
- ১৯৮৮ সালের ১ জানুয়ারি
- ১৯৮৮ সালের ১২ আগস্ট
3503. ১৫ আগস্ট হত্যাকান্ডের খুনিচক্র পরিবার পরিজনসহ ব্যাংককের উদ্দেশ্য ঢাকা ছেড়ে যায় কার পরামর্শে?
- জিয়াউর রহমান
- জেনারেল এ কে খন্দকার
- খালেদ মোশারফ
- জেনারেল ওসমানী
3504. কত সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে সরিয়ে দেওয়া হয়?
- 1980
- 1981
- 1982
- 1983
3505. জেনারেল এরশাদ সরকারের ক্ষেত্রে প্রযোজ্য-
- শত শত সেনা সদস্যদের মৃত্যুদন্ড ও চাকুরিচ্যুত করা হয়
- ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশে শাসন করেন
- জাতীয় সংসদ বাতিল করেন
B,C
3506. মোশতাক সরকারকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র হিসেবে নিচের কোনটি অধিক যু্ক্তিযুক্ত?
- ভারত
- পাকিস্তান
- নেপাল
- ভূটান
3507. শিক্ষক বললেন, দেশে একজন সামরিক অফিসার শাসনক্ষমতা দখল করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। গণতান্ত্রিক অধিকার হনন করে দেশে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করেন। মিডিয়ার ওপর সরকার নিয়ন্ত্রণ আরোপ করে। তার পেটুয়া বাহিনীর দ্বারা সুধীজন প্রতিনিয়ত লাঞ্ছিত হয়। ফলে প্রচন্ড গণআন্দোলন শুরু হয় এবং তিনি পদত্যাগে বাধ্য হন।এখানে কোন সরকারের কথা বলা হয়েছে?
- আইয়ুব খান
- জেনারেল জিয়াউর রহমান
- জেনারেল এরশাদ
- জেনারেল ইয়াহিয়া খান
3508. জেনারেল এরশাদ কত সাল পর্যন্ত শাসন করেন?
- ১৯৮২-১৯৯০
- ১৯৮১-১৯৯০
- ১৯৮০-১৯৯০
- ১৯৮৩-১৯৯০
3509. সামরিক বাহিনীর মধ্যে জিয়াউর রহমানকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্য কতবার অভ্যুত্থান হয়?
- প্রায় ১৫
- প্রায় ১৬
- প্রায় ১৭
- প্রায় ১৮
3510. ট্রাইব্যুনালে তাহেরকে কী শাস্তি দেওয়া হয়?
- যাবজ্জীবন
- মুক্তি
- মৃত্যুদন্ডাদেশ
- ৫ বছরের কারাদন্ড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 351"