এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 346
এসএসসি বাংলাদেশের ইতিহাস | 3451. ১৯৭৮ এর নির্বাচন প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন কয়জন?
- ২ জন
- ৩ জন
- ৪ জন
- ৫ জন
3452. ক্ষমতা সুসংহতকরণে জেনারেল জিয়াউর রহমানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-
- সামরিক বাজেট বৃদ্ধি করা
- অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকান্ডের সূচনা করা
- ‘সার্ক’ গঠনের উদ্যেগ গ্রহণ করা
A,B,C
3453. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এরশাদের বড় সাফল্য কোনটি?
- চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন
- গ্রামীণ উন্নয়ন
- সার্ক গঠন
- সামরিক উন্নয়ন
3454. প্রধান দলগুলো চতুর্থ সংসদ নির্বাচন বর্জন করে কেন?
- ভোটার ও দলবিহীন নির্বাচন বলে
- নির্বাচন পদ্ধতি ভালো না বলে
- নির্বাচনের সুযোগ নেই বলে
- ঘোষিত কর্মসূচি মনোপূত হয়নি বলে
3455. সেনাবাহিনীতে কোনো শৃঙ্খলা ছিল না। কারণ-
- অফিসার-জওয়ান দ্বন্ধের কারণে
- পেশাগত সুযোগ সুবিধা নিয়ে দ্বন্ধের কারণে
- অবিশ্বাস আর আস্থাহীনতার কারণে
A,B,C
3456. জিয়াউর রহমান কত বছর বয়সে রাষ্ট্রক্ষমতায় আসীন হন?
- 35
- 40
- 45
- 50
3457. বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। কারণ-
- বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস করার জন্য
- দেশকে নেতৃত্বশূন্য করার জন্য
- পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠার জন্য
A,B,C
3458. রাষ্ট্রপতি আবুদস সাত্তারের জন্য প্রশাসন চালানো কঠিন হয়ে পড়ে-
- অর্থনৈতিক সংকটের কারণে
- বিদেশি হস্তক্ষেপের কারণে
- আইন-শৃঙ্খলার অবনতির কারণে
A,C
3459. খন্দকার মোশতাকের সময়ে নানা প্রতিক্রিয়াশীল উদ্যেগ নেয়া হয়। এই প্রতিক্রিয়াশীল উদ্যেগের অন্তর্ভুক্ত-
- বাংলাদেশ জিন্দাবাদ
- রেডিও বাংলাদেশ
- বাংলাদেশ গেজেট
A,B,C
3460. জেনারেল এরশাদ কার অনুকরণে হ্যাঁ-না ভোটের আয়োজন করেন?
- জেনারেল জিয়াউর রহমান
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- রাশিয়ান নীতি অনুকরণে
- চীনা রীতি অনুসারে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস - 14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 346"