এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 343
3421. মায়ানমারের জান্তা সরকার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে তার প্রতি জনগণের আস্থা আছে কী না তা যাচাই করার জন্য গণভোট করেন। মায়ানমারের জান্তা সরকারের সাথে মিল রয়েছে কার?
- জিয়াউর রহমান
- কর্নেল তাহের
- খন্দকার মোশতাক
- খালেদ মোশাররফ
3422. জিয়াউর রহমান ‘রাজনৈতিক দলবিধি’ জারি করেন কত তারিখে?
- ২৪ জুলাই ১৯৭৬
- ২৬ জুলাই ১৯৭৬
- ২৮ জুলাই ১৯৭৬
- ৩০ জুলাই ১৯৭৬
3423. ১৯৭৪-৭৫ সালে প্রতিরক্ষা বাজেট ছিল কত টাকা?
- ৭০ কোটি
- ৭৫ কোটি
- ৮০ কোটি
- ৮৫ কোটি
3424. বঙ্গবন্ধুর খুনিচক্রকে অভিনন্দন জানিয়েছিল কে?
- মোশতাক
- ভুট্টো
- জিয়া
- এরশাদ
3425. এরশাদ নিজে রাষ্টপতি হন কীভাবে?
- আবদুস সাত্তারকে সরিয়ে
- সেনা বিদ্রোহের মাধ্যমে
- আহসান উদ্দিনকে সরিয়ে
- জিয়া নিহত হলে
3426. ১৯৭৭ সালে বাহাত্তরের সংবিধানের যে আমূল পরিবর্তন করেন তার অন্তর্ভুক্ত-
- বাঙালির পরিবর্তে বাংলাদেশি
- মুক্তি সংগ্রামের স্থলে স্বাধীনতা যুদ্ধ
- সমাজতন্ত্রের স্থলে অর্থনৈতিক ও সামাজিক সুবিচার
A,B,C
3427. সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কেন?
- রিযিকের জন্য
- রিসালাতের জন্য
- ধর্মের জন্য
- খেলাফতের জন্য
3428. জিয়ার সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য-
- চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়
- দু’দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে
- দু’দেশের সম্পর্ক তিক্ত হয়ে পড়ে
A,B
3429. মুক্তিযুদ্ধের রণধ্বনি বাতিল করেন কে?
- সৈয়দ নজরুল ইসলাম
- জিয়াউর রহমান
- জেনারেল এরশাদ
- খোন্দকার মোশতাক
3430. জিয়াউর রহমান সরকারের সময়ে সরকারিভাবে যেসব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয় তাহল-
- খান খনন
- গ্রাম সরকার
- গণশিক্ষা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 343"