এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 321
SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট | 3201. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের তারিখ নির্ধারণ করা হয় কবে?
- ২২ অক্টোবর
- ২৩ অক্টোবর
- ২৪ অক্টোবর
- ২৫ অক্টোবর
3202. ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান উপস্থিত ছিলেন-
- দেশি-বিদেশি সাংবাদিক
- পাকিস্তানি রাষ্ট্রপতি
- দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তি
A,C
3203. বঙ্গবন্ধু বলিষ্ঠ ভূমিকা পালন করেন-
- ১৯৫২ সালে
- ১৯৫৬ সালে
- ১৯৫৮ সালে
A,B,C
3204. অনুচ্ছেদে উল্লিখিত ঘোষনাটির প্রতি সমর্থন ও অংশগ্রহণ ছিল বাঙালি-
- সামরিক বাহিনীর
- আধাসামরিক বাহিনীর
- বেসামারিক বাহিনীর
A,B,C
3205. বাংলাদেশ পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল কোন সাল পর্যন্ত?
- ১৯৪৮ সাল
- ১৯৫২ সাল
- ১৯৫৬ সাল
- ১৯৭১ সাল
3206. মোহাম্মদ তোয়াহার নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি কী নামে পরিচিত?
- পিকিংপন্থী
- পাকিস্তানি দোসর
- বামপন্থী
- দালাল চক্র
3207. আল-বদর বাহিনীর সদস্যরা বাঙালিদের উপর অত্যাচার করেছিল। এতে তাদের যে ধরনের বৈশিষ্ট্য দেখা যায়-
- নিষ্ঠুরতা
- নমনীয়তা
- হিঃস্রতা
A,C
3208. সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের কী ছিলেন?
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- অর্থমন্ত্রী
3209. উর্মি লিজাকে বলছিলেন যে, বাংলার এক মহান নেতা যার জন্ম না হলে হয়তো বাংলাদেশে সৃষ্টি হতো না। উর্মি কার নাম বললেন?
- তাজউদ্দীন আহমদ
- সৈয়দ নজরুল ইসলাম
- শেখ মুজিবুর রহমান
- এম মনসুর আলী
3210. তৌফিক একটি ভাস্কর্য দেখিয়ে তার ছোট ভাইকে বলল যে, এখানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হয়েছিল। তৌফিক কোন ভাস্কর্য সম্পর্কে বললেন?
- মুজিবনগর স্মৃতিসৌধ
- জাতীয় স্মৃতিসৌধ
- শিখা চিরন্তন
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট - 321"