এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 313
3121. বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
- গণভবনে
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
3122. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে কতটিতে জয়ী হয়?
- 158
- 159
- 160
- 161
3123. সাকিব নিমিকে বললো যে, বাংলাদেশের এক মহান নেতা যিনি গ্রেফতার হবার পর পূর্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যান। নিমি কার নাম জানতে পারলো?
- মওলানা ভাসানী
- শেখ মুজিবুর রহমান
- হোসেন সোহরাওয়ার্দী
- এ.কে ফজলুল হক
3124. মুক্তিযুদ্ধে গণহত্যা, আর নারী নির্যাতনের ভেতর দিয়ে পাকবাহিনীর যে এটি প্রকাশ ঘটে-
- তীব্র বিদ্বেষ
- আক্রোশ
- ভয়ংকর ঘৃণার
A,B,C
3125. প্রথম স্বাধীন বাংলা কে প্রতিষ্ঠিত করেন?
- সম্রাট আকবর
- শায়েস্তা খান
- শামসউদ্দীন ইলিয়াস শাহ
- সম্রাট হুমায়ুন
3126. মুক্তিযুদ্ধকালীন খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের অর্থের সংস্থান প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
- তাজউদ্দীন আহমদ
- এম. কামরুজ্জামান
- এম মনসুর আলী
- সৈয়দ নজরুল ইসলাম
3127. ‘অপরাজেয় বাংলা’ নির্মাণের যথার্থ কারণ হলো-
- ছাত্রদের ত্যাগকে স্মরণীয় করতে
- বুদ্ধিজীবীদের ত্যাগকে স্মরণীয় করতে
- কৃষকদের ত্যাগকে স্মরণীয় করতে
- স্বাধীনতাকে স্মরণীয় করতে
3128. বাংলাদেশে অস্থায়ী বা মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কেন?
- মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
- বাংলাদেশের উন্নয়নের জন্য
- বাংলাদেশকে দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য
- বাংলাদেশের মহামারিকে মোকাবেলার জন্য
3129. আলমগীর ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। গৃহীত ঋণের ক্ষেত্রে তার কর্তব্য কী?
- তাড়াতড়ি পরিশোধ করা
- চুক্তির সময়ানুযায়ী পরিশোধ করা
- আস্তে ধীরে পরিশোধ করা
- ব্যাংকের কাছে সময় নেওয়া
3130. ‘স্বাধীন বাংলা শিক্ষার্থী সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল-
- নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায়
- জাতীয় পরিষদ আহুত অধিবেশন স্থগিত করায়
- বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধি করায়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 313"