এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 507
5061. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে?
- 1918
- 1919
- 1920
- 1921
5062. কেন বাংলার জমিদারশ্রেণি স্বদেশী আন্দোলনের পক্ষে ছিল?
- জমিদারের জমিদারির স্থায়িত্ব বাড়ানোর জন্য
- জমিদারের শোষণনীতি বজায় রাখার জন্য
- জমিদারের সম্পদ বৃদ্ধির জন্য
- জমিদারের লাঠিয়াল বাহিনীর শক্তি বাড়ানোর জন্য
5063. মাস্টারদা সূর্য সেন-এর নেতৃত্ব গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে ছিল-
- চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন
- স্বাধীন চিটাগাঙ সরকার-এর ঘোষণা
- চিটাগাঙ রিপাবলিকান আর্মি গঠন
A,B
5064. হরিপদ সমুদ্র পাড়ি দিয়ে গ্রামে ফেরায় কেউ তার সাথে কথা বলল না। এর কারণ কোনটি?
- দরিদ্র হওয়া
- অভিশপ্ত হওয়া
- জাত নষ্ট হওয়া
- অন্ন পাপ হওয়া
5065. কেন জনগণের মাঝে ব্রিটিশবিরোধী তীব্র মনোভাব সৃষ্টি হয়?
- অর্থ সম্পদ লাভ করার আশায়
- ব্রিটিশদের কুঠি ভাগাভাগি করে নেওয়ার জন্য
- মানুষের অর্থনৈতিক দৈন্যতার জন্য
- অধিক পাউণ্ড অর্জন করার আশায়
5066. আলোচ্য উদ্দীপকে ঐতিহাসিক কোন ঘটনার বহিঃপ্রকাশ ঘটেছে?
- অসহযোগ আন্দোলন
- ফরায়েজি আন্দোলন
- স্বদেশী আন্দোলন
- ফকির সন্ন্যাসী আন্দোলন
5067. আলোচ্য ঘটনাটি যে আন্দোলনকে নির্দেশ করে তাতে যোগ দিয়েছিলেন-
- কবি-সাহিত্যিক
- নারী সমাজ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
A,B
5068. পূর্ববাংলার লোকজন অশিক্ষিত থেকে যায় যে কারণে-
- সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে
- সকল উন্নতি অগ্রগতি ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ
- সকল কাঁচামাল সরবরাহের মাধ্যমে
5069. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ কে ঘোষণা করেন?
- রামজে ম্যাকডোনাল্ড
- চিত্তরঞ্জন দাস
- সুভাষ চন্দ্র বসু
- মুজিবুর রহমান
5070. নেতাজী সুভাষ চন্দ্র বসু ভারত ত্যাগ করেন কত সালে?
- 1941
- 1940
- 1942
- 1943
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-9 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 507"