এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 500
4991. ভারতীয় মুসলিম সমাজ খিলাফত ও অসহযোগ আন্দোলন গড়ে তোলে যে কারণে-
- তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার জন্য
- তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য
- তুরস্কের প্রশাসন রক্ষার জন্য
4992. হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কিসের চরম বিরোধী ছিলেন?
- একক সংসার
- যুক্ত বাংলার
- মুক্ত বাংলার
- সবুজ বাংলার
4993. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ১৯৪৬ সালে ভারতে সাধারণ নির্বাচনে ঘোষণা করেন?
- পামার স্টোন
- এ্যাটলী
- জেফারসন
- এণ্ডারসন
4994. ‘ক’ এর শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার নিচের কোনটি উদ্দীপকের ব্যক্তিটিকে সমর্থন করছে?
- লর্ড উইলিয়ামের
- লর্ড কার্জনের
- লর্ড বেন্টিকের
- মিডমোর্ডের
4995. রাসেল চট্টগ্রামকে মুক্ত করার জন্য কিছু বিপ্লবী নেতার কথা বলেন। তারা হলেন-
- মাস্টার দা সূর্যসেন
- প্রীতিলতা ওয়াদ্দেদার
- যতীনাথ মুখ্যোপাধ্যায়
A,B
4996. সূর্যসেনের বিপ্লবীর সাথে কোথায় চুড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়?
- আন্দরকিল্লায়
- জালালাবাদ পাহাড়ে
- পাহাড়তলীতে
- পটিয়ায়
4997. উপমহাদেশ ভাগ হয় কখন?
- ১৯৪৫ সালে
- ১৯৪৬ সালে
- ১৯৪৭ সালে
- ১৯৪৮ সালে
4998. গান্ধীজী যেভাবে উপলদ্ধি করেন যে অহিংস আন্দোলন আর চালিয়ে যাওয়া সম্ভব নয়-
- চৌরিচৌরা থানার মর্মান্তিক ঘটনার মাধ্যমে
- ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনার মাধ্যমে
- চৌরিচৌরার ২১ জন পুলিশের হত্যার মাধ্যমে
A,B
4999. সশস্ত্র বিপ্লবী আন্দোলন মূলত শেষ হয় কত সালে?
- 1920
- 1925
- 1930
- 1935
5000. কলকাতা যেভাবে আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল-
- সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে
- সকল উন্নতি অগ্রগতি ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ
- সকল কাঁচামাল সরবরাহের মাধ্যমে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 500"