এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 471
4701. ‘X’ নামক যুদ্ধে জয়ের ফলে ‘Y’ গোষ্ঠীর আধিপত্য ক্রমে বেড়ে যায়। ‘X’ নিচের কোনটিকে সমর্থন করছে?
- পলাশী যুদ্ধে
- বিদরের যুদ্ধে
- বক্সারের যুদ্ধ
A,C
4702. মীর কাশিম রাজধানীর চারদিকে পরিখা খনন করেন কেন?
- পানি সংরক্ষণের জন্য
- মাছ চাষের জন্য
- প্রকৃতি উপভোগের জন্য
- নিরাপত্তার জন্য
4703. ঘষেটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে ষড়ষন্ত্র করেন?
- নিজ স্বামীর মনোনয়নের আশা করেছিলেন
- নিজ পুত্রের মনোনয়নের আশা করেছিলেন
- নিজ জামাতার মনোনয়নের প্রত্যাশা করেছিলেন
- নিজ ভ্রাতৃষ্পুত্রের মনোয়নয়নের প্রত্যাশা করেছিলেন
4704. রফিক পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কথ বলেন। রফিকের বর্ণনায় কোন নবাবের কথা বুঝানো হয়েছে?
- সুজাউদ্দৌল্লা
- সিরাজউদ্দৌলা
- নাজিমউদ্দৌল্লা
- শফিউদ্দৌল্লা
4705. কোন যুদ্ধের ফলে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার চেষ্টা ব্যর্থ হয়?
- পলাশীর যুদ্ধের
- পানি পথের যুদ্ধের
- প্রথম বিশ্বযুদ্ধের
- বক্সার যুদ্ধের
4706. আব্দুল মিয়া একজন বড় জমিদার ছিলেন। কিন্তু ইংরেজদের গৃহীত একটি ব্যবস্থার ফলে যে নিঃস্ব হয়। আব্দুল মিয়া যে ব্যস্থার ফলে নিঃস্ব হয়ে যায়-
- চিরস্থায়ী ভূমি ব্যবস্থা
- লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ব্যবস্থা
- পাঁচসালা ব্যবস্থা
A,B
4707. পর্তুগিজরা এ দেশে সাম্রাজ্য বিস্তার করে কীভাবে?
- সমুদ্রপথে আবিস্কার করে
- ব্যবসা-বাণিজ্যকে মূলধন করে
- রাজনীতিতে অংশগ্রহণ করে
- যুদ্ধ বিগ্রহের মাধ্যমে
4708. ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যাকে বিয়ে করেন কত খ্রিস্টাব্দে?
- 1668
- 1670
- 1672
- 1674
4709. ‘ক’ নামক ক্ষমতা লাভের মাধ্যমে কোম্পানি দায়িত্বহীন শাসকে পরিণত হয়। ‘ক’ এর সাদৃশ্য রয়েছে-
- দ্বৈত শাসন
- দেওয়ানি লাভের মাধ্যমে
- বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে
- পলাশীর যুদ্ধের জয়ের মাধ্যমে
4710. বক্সারের যুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে কারণ ছিল-
- মীর কাশিমের স্বাধীনচেতা মনোভাব
- মুঙ্গের রাজধানী স্থানান্তর
- আন্তঃশুল্ক উঠিয়ে নেওয়া
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 471"