এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 431
4301. চৌসার যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
- 1539
- 1540
- 1541
- 1542
4302. কত খ্রিস্টাব্দে ঈসা খান মৃত্যুবরণ করেন?
- 1597
- 1598
- 1599
- 1600
4303. বখতিয়ারকে ভাগবত ও ভিউলি নামক দুটি পরগণার জায়গীর দান করা হয় কেন?
- যুদ্ধে জয়লাভের জন্য
- সাহস ও বুদ্ধিমত্তার জন্য
- রণকৌশলের জন্য
- হুসামউদ্দিন বখতিয়ারের শক্তিতে ভীত হয়েছিলেন
4304. নাসির উদ্দিন নুসরত শাহের অন্যতম কৃতিত্ব কোনটি?
- ন্যায়পরায়ণতা
- স্থাপত্য কীর্তি
- রাজনৈতিক বিজ্ঞতা
- সমরকুশলতা
4305. শামসুদ্দীন আহমদ শাহের হত্যাকারী কে?
- তুঘান খান
- মাসুদ জানি
- ইউজবক
- নাসির খান
4306. মুঘল সম্রাট হুমায়ুনের পরাজিত করে শের খান কী উপাধি দেন?
- শের শাহ
- আহমেদ শাহ
- ফিরুজ শাহ
- নুসরত শাহ
4307. ঈশা খাঁন মুঘলদের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ের জন্য ‘D’ নামক স্থানে রাজধানী স্থাপন করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
- সোনার গাঁ
- খিজিরপুর
- ফরিদপুর
- সাতগাঁও
4308. ফখরুদ্দিন মুবারক শাহের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
- চট্টগ্রাম বিজয়
- কদর খানকে পরাজিত করে
- নিজ নামে মুদ্রা জারি করে
A,B,C
4309. বখতিয়ার খলজির পর মুসলমান শাসন বাংলায় কত বছর স্থায়ী ছিল?
- প্রায় পাঁচ শ বছর
- প্রায় সাড়ে পাঁচ শ বছর
- প্রায় ছয় শ বছর
- প্রায় সাতশ বছর
4310. মুঘল প্রদেশগুলোর পরিচিতির ক্ষেত্রে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
- সুবা
- কুবা
- মুবা
- ডুবা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 431"