এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 428
4271. বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কখন?
- দ্বাদশ শতকের শুরুতে
- ত্রয়োদশ শতকের প্রারম্ভে
- চতুদর্শ শতকের শেষে
- পঞ্চদশ শতকের মাঝামাঝি
4272. ‘মামলুক’ কথাটি কার সাথে সাদৃশ্যপূর্ণ?
- কৃষকদের
- শ্রমিকদের
- নার্সদের
- দাসদের
4273. রাজা গণেশ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
- 1418
- 1419
- 1420
- 1421
4274. নুসরত শাহের সময় থেকে স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব শুরু হয়। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
- তিনি নিজে দুর্বল শাসক ছিলেন
- তাঁর উত্তরাধিকারীগণ অত্যান্ত অযোগ্য ছিল
- আরামপ্রিয় ও অযোগ্য শাসক ছিলেন
- অহোম রাজ্যের সাথে বাংলার চরম সংঘর্ষ চলছিল
4275. হাবসী শাসন মাত্র ছয় বছর স্থায়ী ছিল কেন?
- শাসকগণ দুর্বল ছিল
- রাজ্যে ষড়যন্ত্র চলছিল
- রাজা বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল
A,B,C
4276. হুসেন শাহ কত বছর রাজত্ব করেন?
- পঁচিশ বছর
- ছাব্বিশ বছর
- সাতাশ বছর
- ছাব্বিশ বছর
4277. উক্ত শাসকের উদার মানসিকতার ফলে-
- রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়
- রাজ্যে বিপদ নেমে আসে
- রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হয়
A,B
4278. রুকনউদ্দিন বরবক শাহের উপাধি হলো-
- আল ফাজিল
- আল দাখিল
- আল কামিল
A,C
4279. আলী শাহ ক্ষমতায় ছিলেন?
- ১৩৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত
- ১৩৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত
- ১৩৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত
- ১৩৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত
4280. রাজা গণেশের গোপনে শক্তি সঞ্চয়ের কী কারণ?
- হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা
- বৌদ্ধ রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা
- মুসলমানদের হটানো
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 428"