এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 424
4231. প্রাচীনকালে বঙ্গদেশে কোনটি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো?
- কড়ি
- টাকা
- মুদ্রা
- পয়সা
4232. প্রাচীন যুগের বাংলার কারুকার্যময় স্থাপত্য শিল্প হলো-
- হর্ম্য
- মন্দির
- স্তূপ
A,B,C
4233. আর্যদের পূর্বে কিছু কিছু ধর্মচিন্তা পরবর্তী সময়ে এদেশের কোন ধর্মে ছড়িয়ে পড়ে?
- হিন্দু
- বৌদ্ধ
- শৈব
- জৈন
4234. শিল্পীদের গ্রামের লোকেরা স্বনির্ভর। তারা নিজেদের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র নিজেরাই তৈরি করে। তারা মাটির তৈরি জিনিসপত্র থেকে শুরু করে লোহা ও মণি-মানিক্য শিল্পের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে।শিল্পীদের গ্রামটিকে তুলনা করা যায় কোন যুগের বাংলার সাথে?
- মধ্যযুগের
- আধুনিক যুগের
- প্রাচীন যুগের
- উত্তরাধুনিক যুগের
4235. অনুচ্ছেদে উল্লিখিত যুগের শিল্পের অন্তর্ভুক্ত-
- মৃত্তিকা শিল্প
- কাঠ শিল্প
- লৌহ শিল্প
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 424"