এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 419
4181. প্রাচীন বাংলায় সবচেয়ে নিচু শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কারা?
- ব্রাক্ষণরা
- শূদ্ররা
- ক্ষত্রিয়রা
- বৈশ্যরা
4182. মাহাবুবের দেখা ধ্বংসাবশেষটি কোন গ্রামে অবস্থিত?
- উয়ারী-বটেশ্বর
- বড় কামতা
- আশরাফপুর
- বাকুঁড়া
4183. বাংলায় একটি নতুন ব্রাক্ষণ্য ধর্মের আবির্ভাব ঘটে কোন যুগে?
- পাল
- মৌর্য
- সেন
- গুপ্ত
4184. মিতার বিয়েতে তার হাতে পরানো হয়েছে দামি স্বর্ণের বালা। কানে দামি পাথরের দুল, হাতে হিরার আংটি, গলায় দামি মুক্তার মালা। সুন্দর করে খোপা বাঁধা চুলের উপর দামি ওড়নায় মিতাকে খুব সুন্দর দেখাচ্ছে।মিতার পোশাক পরিচ্ছদ কোন অঞ্চলের কথা স্মরণ করিয়ে দেয়?
- প্রাক ঐতিহাসিক
- প্রাচীন
- মধ্য
- আধুনিক
4185. উক্ত আমলের বিচারে মিতা-
- মধ্যবিত্ত ঘরের মেয়ে
- নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে
- দরিদ্র ঘরের মেয়ে
- ধনি ঘরের মেয়ে
4186. তানভীর পুষ্করণ, তমলুক, মহাস্থান প্রভৃতি অঞ্চলে গিয়ে কয়েকটি পোড়ামাটির মূর্তি দেখতে পান। এর মাধ্যমে তানভীর কোন যুগ সম্পর্কে জানতে পারবেন?
- পালপূর্ব
- সেনপূর্ব
- গুপ্তপূর্ব
- মৌর্যপূর্ব
4187. নবম ও দশম শতকে বাংলায় প্রচলিত ছিল-
- সংস্কৃত ভাষা
- শৌরসেনী অপভ্রংশ ভাষা
- মাগধী ভাষা
A,B,C
4188. পৌরাণিক দেব-দেবীর প্রতিমাকে আশ্রয় করে বাংলায় গড়ে উঠেছিল-
- ধর্ম-সম্প্রদায়
- ধর্মানুষ্ঠান
- ধর্ম-রাজনৈতিক দল
A,B
4189. বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসারলাভ করে কার রাজত্বকালে?
- শশাঙ্ক
- ধর্মপাল
- অশোক
- বিজয় সেন
4190. বাংলার মধ্যযুগের সূচনা শুরু হয় কোন সমাজ প্রতিষ্ঠার মধ্যদিয়ে?
- হিন্দু
- মুসলিম
- বৌদ্ধ
- খ্রিষ্টান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 419"