এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 418
SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট | 4171. পাল যুগের চিত্রে এটি পূর্নমাত্রায় পাওয়া যায়-
- বর্ণ সমাবেশ
- রেখা বিন্যাস
- শিল্প কৌশল
A,B
4172. প্রাচীনকালে কোন সমাজে মাতা ও পত্নীর সম্মান ও মর্যাদা বেশ উচ্চে ছিল?
- অশিক্ষিত সমাজে
- শিক্ষিত সমাজে
- আদিম সমাজে
- আধুনিক সমাজে
4173. বিদেশ ভ্রমণে বাঙালিদের কোন সুনাম ছিল না, কারণ-
- সমুদ্র পাড়ি
- বিলেতকে তারা ঘৃণা করত
- বিদেশিরা বিধর্ম ছিল বলে মনে করত
A,B,C
4174. বাংলার পূর্বতম প্রাপ্ত ত্রিপুরায় মহাযান বৌদ্ধ ধর্ম সুপুতিষ্ঠিত হয়েছিল-
- ৫ম শতকের গোড়ার দিকে
- ষষ্ঠ শতকের গোড়ার দিকে
- ৭ম শতকের গোড়ার দিকে
- ৮ম শতকের গোড়ার দিকে
4175. বিপুল তার ছোট ভাই এর সাথে সময়ের শ্রেণিন্যিাস সম্পর্কে আলোচনা কালে বলে ‘W’ এর প্রতিষ্ঠায় মধ্যে দিয়ে মধ্যযুগের সূচনা হয়।‘W’ নিচের কোনটিকে নির্দেশ করেছে?
- আর্য সমাজ
- মুসলিম সমাজ
- বৌদ্ধ সমাজ
- কৌম সমাজ
4176. প্রাচীন বাংলায় ধর্ম-কর্মের বিভ্ন্নিতা দেখা দিয়েছিল-
- বর্ণের বিভিন্নতার জন্য
- শ্রেণির বিভিন্নতার জন্য
- কৌমের বিভিন্নতার জন্য
A,B,C
4177. ব্রাক্ষণরাই ছিল সমাজে সর্বশ্রেষ্ঠ। এর যথার্থ কারণ হলো-
- ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল
- পূজা পার্বণের একমাত্র অধিকারী ছিল
- অধ্যায়নের অধিকার ছিল তাদের
A,B
4178. মৌর্য পূর্ব বাংলার রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছিল, কারণ-
- সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল
- শাসন পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণের ধারণা কম ছিল
- রাজনৈতিক বৈশিষ্ট্যের অভাব ছিল
A,B
4179. প্রাচীন বাংলায় বৈশ্যদের কাজ ছিল নিচের কোনটি?
- কৃষিকাজ করা
- মাছ শিকার করা
- যুদ্ধ করা
- ব্যবসা-বাণিজ্য করা
4180. বর্তমান যুগের জন্মাষ্টমী, নীতিপাঠ, হোলি উৎসব কোন যুগের ক্রিয়াকলাপের ফলাফল?
- পাল
- সেন
- গুপ্ত
- মৌর্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট - 418"