এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 415
4141. প্রাচীন বাংলায় কাদের ধনসম্পত্তিতে কোনো বিধিবিধানগত অধিকার ছিল না?
- ছেলেদের
- পুরুষদের
- মা-বাবার
- নারীদের
4142. কোজাগরী পূর্ণিমা রাত্রিতে-
- অক্ষ-ক্রীড়া হতো
- কাম-মহোৎসব হতো
- অষ্টমী হতো
- জন্মাষ্টমী হতো
4143. প্রাচীনকালে কারা ধর্মকর্ম পরিচালনা করার সার্বিক দায়িত্ব লাভ করেন?
- রাজাগন
- ঋষিগণ
- শিক্ষকগণ
- পুরোহিতরা
4144. আশিক ইতিহাসের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়ে অসংখ্যা ছোট-বড় স্তূপ দেখতে পেল। এটি দেখে আশিক কী ধারণা করবে?
- এখানে বৌদ্ধধর্ম প্রসার লাভ করেছিল
- এখানে জৈনধর্ম প্রসার লাভ করেছিল
- এখানে শৈবধর্ম প্রসার লাভ করেছিল
- এখানে মুসলি ধর্ম লাভ করেছিল
4145. প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের বাহন ছিল-
- ঘোড়ার গাড়ি
- গরুর গাড়ি
- নৌকা
B,C
4146. সূর্য দেবতাকে পূজা করা হতো কেন?
- সৃষ্টিকর্তা বলে
- শক্তিশালী বলে
- সকল রোগের আরোগ্য বার্তা বলে
- প্রতিপত্তি লাভ হয় বলে
4147. লালাবাগের শাহী জমিকে কী বলা হতো?
- শাহজাদা আলম
- ইসলাম খান
- শায়েস্তা খান
- কাসিম খান
4148. প্রাচীন বাংলার ফলবান বৃক্ষের মধ্যে ছিল-
- আম
- কাঠাঁল
- ডালিম
A,B,C
4149. পাহাড়পুরের ভাস্কর্যে খোদিত আছে-
- রামায়ণ-মহাভারত
- হরিচন্দ্র
- কৃষ্ণলীলা
A,C
4150. প্রাচীন বাংলায় পানীয় হিসাবে সূপ্রচলিত ছিল-
- দুধ
- ইক্ষুরস
- তালরস
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 415"