এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 413
4121. আর্যপূর্ব অনেক প্রথাই পরবর্তী হিন্দু সমাজে দেখা যায়। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
- শীবের গীত পাওয়া
- বিয়েতে গায়ে হলুদ দেয়া
- মাথায় ওড়না ব্যবহার করা
A,B
4122. নদীপথে বাণিজ্যের প্রসার ঘটেছিল কেন?
- স্থলপথে যাতায়াত ব্যবস্থা কঠিন ছিল
- খরচ কম হতো
- বাংলাদেশ নদী মাতৃক ছিল
- স্থল পথে বাণিজ্য ঝূঁকিপূর্ণ ছিল
4123. কখন বাংলার মুদ্রার প্রচলন শুরু হয়?
- দ্বিতীয় শতকে
- তৃতীয় শতকে
- চতুর্থ শতকে
- পঞ্চম শতকে
4124. প্রাচীন বাংলায় শূদ্রদের কাজ ছিল সাধারণত-
- কৃষিকাজ
- মাছ শিকার
- ব্যবসা-বাণিজ্য করা
A,B
4125. বৈদিক ভাষার পরবর্তী নাম হলো-
- ফারসি
- সংস্কৃত
- পালি
- অস্ট্রিক
4126. গৌড়ের রাজধানী কোনটি?
- রিয়াদ
- কর্ণসুবর্ণ
- নয়াদিল্লি
- উড়িষ্যা
4127. প্রাচীন যুগে বাংলা ভাষা কাদের সাহিত্যের ভাষা ছিল?
- লেখকের
- সাহিত্যিকদের
- পণ্ডিতদের
- জনসাধারণের
4128. প্রাচীন সমাজে সহমরণ প্রথা ছিল। এটি কী প্রমাণ করে?
- স্ত্রীর সহমরণে স্বামীর পূণ্য হতো
- স্ত্রীর পুণ্য লাভ করত
- নারীরা অধিকার বঞ্চিত ছিল
- নারীরা অনেক খ্যাতি ছিল
4129. বাঙালি ব্রাক্ষণদের প্রধান খাবার কী ছিল?
- আমিষ
- পেপে
- নিরামিষ
- ইক্ষুরস
4130. চীন দেশের ভ্রমণকারী হলেন-
- লামাতারানাথ
- ফা-হিয়েন
- হিউয়েন-সাং
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 413"