এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 412
4111. প্রাচীনকালের ব্যবসায় বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি প্রচলিত ছিল?
- দাসপ্রথা
- করপ্রথা
- বিনিময় প্রথা
- কুপ্রথা
4112. কার রাজত্বকালে উত্তরবঙ্গে জৈন সম্প্রদায় বিদ্যমান ছিল?
- গোপাল-এর
- ধর্মপাল-এর
- অশোক-এর
- লক্ষ্মণ সেন-এর
4113. বাংলার সবচেয়ে প্রাচীন স্তুপের নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
- পাহাড়পুরের ব্রোঞ্জ স্তূপ
- মহাস্থানগড়ের ব্রোঞ্জ স্তূপ
- ময়নামতির ব্রোঞ্জ স্তূপ
- আশরাফপুরের ব্রোঞ্জ স্তূপ
4114. প্রিয়া বলল ‘X’ নামক ভাষা হতে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কোন ভাষার?
- সংস্কৃত
- প্রাকৃত
- অপভ্রংশ
- মাগধী
4115. স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে জীবিত মৃত স্বামীর চিতায় জীবন্ত পড়িয়ে মরার রীতিকে কী বলে?
- চিতাদাহ
- স্বামীদাহ
- সতীদাহ
- মৃতদাহ
4116. জৈন-ধর্মের প্রভাব কমে এসেছিল কোন যুগের শুরুতে?
- মৌর্য
- পাল
- গুপ্ত
- সেন
4117. প্রাচীন বাংলায় লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল-
- দা
- কুড়াল
- লাঙল
A,B,C
4118. দ্বাদশ শতকের শেষদিকে প্রথমে বগধ ও পরে উত্তর বাংলার বৌদ্ধ বিহার ও মন্দিরগুলো ধ্বংস হয় কীভাবে?
- গ্রিক আক্রমণের ফলে
- পারসিক আক্রমণের ফলে
- তুর্কি আক্রমণের ফলে
- আফগান আক্রমণের ফলে
4119. অতি সম্প্রতি উয়ারী-বটেশ্বর কত বছরের পুরাতন এক নগর-কেন্দ্রীক ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
- 2000
- 2500
- 3000
- 3500
4120. স্থানীয় ধর্ম বিশ্বাসের প্রভাবের ফলে আর্য যে এটি পরিলক্ষিত হয়-
- বিবর্তন দেখা দেয়
- পরিবর্তন দেখা দেয়
- জটিলতা বেড়ে যায়
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 412"