এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 398
SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট | 3971. অষ্টম শতকে দক্ষিণ-পূর্ব বাংলায় কোন বংশ একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে?
- খড়গ বংশ
- দেববংশ
- চন্দ্রবংশ
- বর্ম বংশ
3972. লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। শিল্প সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনেক। উদ্দীপরেক সাথে নিম্নের কোনটি সমর্থন করেছে-
- ধর্মপালের
- ত্রৈলোক্যচন্দের
- সুবর্ণচন্দ্রের
3973. মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন কে?
- আলেকজান্ডার
- চন্দ্রগুপ্ত
- মগধাদি
- গোপাল
3974. বাংলার সেন শাসনের অবসান ঘটে কীভাবে?
- বল্লাল সেনের পরাজয়ের মধ্যে দিয়ে
- বিজয় সেনের পরাজয়ের মধ্যে দিয়ে
- লক্ষণ সেনের পরাজয়ের মধ্যে দিয়ে
- হেমন্ত সেনের পরাজয়ের মধ্যে দিয়ে
3975. সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি গুরুত্বপূর্ণ নাম কীভাবে?
- স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা
- অধিক শক্তিশালী শাসক
- প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম নরপতি
- ধর্ম বিদ্বেষী
3976. ‘রামচরিত’থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়?
- ধর্মপালের
- মহীপালের
- দেবপালের
- রামপালের
3977. শশাঙ্কের মূত্যুর পর বাংলা দীর্ঘদিন অরাজকতার পরিপূর্ণ ছিল। এ দুদর্শা থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন-
- সংঘর্ষ
- নির্বাচিত যোগ্য শাসক
- কড়া শাসন
3978. শ্রীচন্দ্র রাজধানী স্থাপন করেন কোথায়?
- বিক্রমপুর
- বর্ধমানে
- দেবপর্বতে
- কর্মান্ত বাসকে
3979. মালবের যশোবর্মন কত শতকে বাংলা আক্রমণ করে?
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
- সপ্তম
3980. জাতবর্মার সাথে তার পিতা বজ্রবর্মার সম্পর্ক-
- পিতার মতো তিনিও কলচুরিরাজ গাঙ্গেয়দেব ছিলেন
- কর্ণের সামন্তরাজ ছিলেন
- স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 398"